প্রতি বছরের ন্যায় এই বছরও বড়ঘোপ বাজার সমুদ্র সৈকত মাঠে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত হয়।
ম্যাচের পুরো সময়ে দুই টিম দুর্দান্ত খেলে ২-২ গোলের সমতায় ম্যাচ শেষ করে। ফলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে।
ট্রাইবেকারে বুয়েট-ঢাবি স্পেশাল টিম জয় লাভ করে৷
ম্যাচর-
সেরা খেলোয়াড় - আরিফ মঈনুদ্দিন রিফাত
সেরা গোলদাতা - মোহাম্মদ ইউনুস
সেরা গোলকিপার - বজলুল করিম
ম্যাচে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত উপদেষ্ট জুনায়েদুল হক, ইয়াসির আরাফাত আরমান, শওগত ইসলাম রিপন সহ দ্বীপশিখার সিনিয়র এবং বর্তমান কমিটির সদস্য বৃন্দ।
ম্যাচর সামগ্রিক ব্যাপারে সার্বিক সহযোগীতা করেন –জুনায়েদুল হক ভাই, সাখাওয়াত হোসাইন ভাই, আদিল চৌধুরী ভাই, ইয়াসির আরাফাত আরমান ভাই, শওকত ইসলাম রিপন ভাই & ফোরকান কুতুবী।