১৯১৭ সালে মহেশখালী থানা থেকে পৃথক করে কুতুবদিয়া থানা গঠিত হয় এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।এ উপজেলায় ৬টি ইউনিয়ন রয়েছে এবং এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম কুতুবদিয়া থানার আওতাধীন।
ইউনিয়নসমূহ:
• ১নং উত্তর ধুরুং
কালের স্বাক্ষী বহনকারী কক্সবাজার জেলার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ও অপরুপা সেৌন্ধর্যে বিভাসিত সম্ভাবনাময় দ্বীপ কুতুবদিয়া।কুতুবদিয়ার সর্ব উত্তরে অবস্থিত ১নং উত্তর ধুরুং ইউনিয়ন ।অত্র ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৩৬,০০০ হাজার।একই সাথে অত্র ইউনিয়নে রয়েছে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্টান।নিম্নে অত্র ইউনিয়ন সম্পর্কে আলোকপাত করা হয়।
নাম: ১নং উত্তর ধুরং ইউনিয়ন ।
অবস্থান:কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার সর্ব উত্তরে।
নামকরন: এককালের খরস্রোতা অর্থাৱ ধূরুং নামের প্রাক্কালে ধূরুং নাম করন করা হয়।পরবর্তীতে এটা উত্তর ধুরুং ও দক্ষিন ধূরুংনামে নাম করন করা হয়।
পার্শ্ববর্তী : পূর্বে, পশ্চিমে ও উত্তরে সাগর। পূর্বের কিছূ অংশ লেমশেখালী ইউনিয়ন এবং দক্ষিনে দক্ষিন ধূরুং ইউনিয়ন।
আয়তন: ২৫ বর্গ কিলোমিটার।
মৌজা : চর ধুরং ও উত্তর ধুরং ।
লোকসংখ্যা: ৩৫১৩২(২০১১ সালের শুমারী অনুযায়ী)
পুরুষ: ২০৬৫৮
মহিলা:১৪৪৯৪
ভোটার প্রায় :১৫৩৫১
পুরুষ:৮০০৩ জন
নারী: ৭৩৪৮ জন
শিক্ষার হার: ৬৫%
খানা সংখ্যা:৫৩৮৮ টি।
মোট কৃষি জমি: ৪৮১৬
ধান চাষের জমি:২০০০একর
লবন চাষের জমি: ২৮১৬
*বিভিন্নি প্রতিষ্ঠানের তথ্য:-
ক( শিক্ষা প্রতিষ্ঠান)
সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৮ টি,বেসরকারী প্রাথমিক বিদ্যালয়:০৭ টি,নিম্ন মাধ্যমিক বিদ্যালয়:০১ টি,দাখিল মাদ্রাসা: ০২ টি,আলিম মাদ্রাসা:০১ টা,সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা:০১ টি,নূরানী মাদ্রাসা :০৫ টি,হেফজ খানা:০৪ টি,কওমি মাদ্রাসা: ০১ টি,ফোরকানিয়া মাদ্রাসা:৪৬ টি।
কর্ম: ধান, মাছ এবং লবন ।
চাকরী জীবি:২৩%।
• ২নং দক্ষিণ ধুরুং
কালের স্বাক্ষী বহনকারী বঙ্গোপসাগরের কূলঘেঁষে সাগরকন্যা কুতুবদিয়া দ্বীপ উপজেলার উত্তর জোনে ঐতিহ্যবাহী অঞ্চল হলো দক্ষিণ ধূরুং ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ দক্ষিণ ধূরুং ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ২নং দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২৪৯৮ একর (১০বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ১৭২৮৯ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ০৯ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৩ টি।
চ) হাট/বাজার সংখ্যা - ১ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – জীপ/সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৬৬%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৭টি,বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি, উচ্চ বিদ্যালয়ঃ ১টি, মাদ্রাসা- ১টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আলা উদ্দিন আল আজাদ
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ২ টি।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।
• ৩নং লেমশীখালী
কুতুবদিয়া সমুদ্রের মাঝখানে অবস্থিত উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ০৩নং লেমশীখালী ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ ০৩নং লেমশীখালী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৩নং লেমশীখালী ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩০২৮৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ২৮ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি,বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি, উচ্চ বিদ্যালয়ঃ ২টি,মাদ্রাসা- ১টি।
• ৪নং কৈয়ারবিল
কুতুবদিয়ার ইতিহাস লেখক রসিদ পন্ডিতের মতে কৈয়ারবিলের পশ্চিমে সমুদ্রের তীর ঘেষে বড় বড় বালি ডেইল বা স্ত্তপ ছিল। এবং এই স্তপের মধ্যখানে দেখা যেত অনেক ছোট ছোট জলাশয়। এই জরাশয়ের প্রচুর কৈ মাছ পাওয়া যেত বলে ঐ এলাকার নাম কৈয়ার হিসাবে নামকরণ করা হয়।
কৈয়ারবিল ইউনিয়নের সীমা:
কৈয়ারবিল ইউনিয়নের উত্তরে ডিঙ্গা ভাঙ্গা খাল, পূবে পাইলট কাটা খাল পশ্চিমে বঙ্গোপসাগরের দক্ষিণে বড়ঘোপ ইউনিয়ন।
সাধারণ তথ্যঃ
ক) মোট আয়তনঃ ১.৫৮ বর্গকিলোমিটার একর।
২। জনসংখ্যা বিষয়ক তথ্য (মোট হিসেবে)ঃ (সদ্য সমাপ্ত জরীপ)
ক) নারীর সংখ্যাঃ ৯৭৫০ জন;খ) পুরুষের সংখ্যাঃ -১০.১৯৮ জন
৩। শিক্ষা বিষয়ক তথ্যঃ
(ক) শিক্ষার হারঃ ৫০%; (খ) সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৩টি ;(গ)বেসরকারী প্রা: বিদ্যালয় ০৪টি; (ঘ) কিন্ডার গাটের্ন ০১টি; (ঙ)নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ০১টি; (চ) কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুল ০১টি; (ছ) কমিউনিটি ক্লিনিক ০৩টি; (জ) সাইক্লোন সেন্টার ১৫ টি; (ঝ) দাখিল ২টি/ ফোরকানিয়া মাদ্রাসার সংখ্যাঃ ১৮টি।
৪। যোগাযোগ ব্যবস্থাঃ
ক) মোট পাকা রাস্তার দৈর্ঘ্যঃ ১৩ কিলোমিটার; খ) ব্রীজের সংখ্যাঃ ০২টি; গ) কালর্ভাট এর সংখ্যাঃ ১৬টি
৫। হাট-বাজার
ক) বাজারঃ ১টি
৬। ধর্মীয় উপাসনাগারঃ
ক) মোট মসজিদের সংখ্যা ঃ ২০টি; খ) মন্দিরের সংখ্যাঃ ০৬টি
৭। বাঁধঃ
ক) বাধের সংখ্যাঃ ২টি; খ) বাঁধের নামঃ ওয়াবদা বেঁড়িবাধ দৈর্ঘ্য ৬ কিলোমিটার; গ) মোট আশ্রয় কেন্দ্রের সংখ্যাঃ ১০টি
৮। প্রাকৃতিক সম্পদঃ
ক) লবণ; খ) মাছ
সুত্রঃ ২০০৯ এর ইউপি কর্তৃক জরীপ।
• ৫নং বড়ঘোপ
কুতুবদিয়া উপজেলার মধ্যবর্তী স্থানে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের অবস্থান। উপজেলার সমস্ত প্রশাসনিক প্রতিষ্ঠান সমূহ এই ইউনিয়ন পরিষদে অবস্থিত। ইহার পশ্চিমে বঙ্গোপসাগর উত্তরে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ দক্ষিণে আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদ পূর্বে কুতুবদিয়া চ্যানেল।
এক নজরে বড়ঘোপ ইউপিঃ
১। সাধারণ তথ্যঃ
ক) মোট আয়তনঃ ১৩.৮০ বর্গকিলোমিটার।(প্রায়); খ) মোট মৌজার সংখ্যাঃ ০১টি; গ) মোট গ্রামের সংখ্যাঃ ০৯টি ;ঘ) মোট ঘর-বাড়ীর সংখ্যাঃ ৪০০০টি।
২। জনসংখ্যা বিষয়ক তথ্য (মোট হিসেবে)ঃ (সদ্য সমাপ্ত জরীপ)
ক) নারীর সংখ্যাঃ ১২৭৪৯ জন; খ) পুরুষের সংখ্যাঃ ১৩১২৫ জন; গ) পরিবারের সংখ্যাঃ ৫০০০ টি (প্রায়); ঘ) নারী প্রধান পরিবারের সংখ্যাঃ ৮০০টি(প্রায়)।
৩। শিক্ষা বিষয়ক তথ্যঃ
ক) শিক্ষার হারঃ ৬০%; খ) ফাজিল মাদ্রাসাঃ০১টি; গ) কলেজের সংখ্যাঃ ১টি ;ঘ) হাই স্কুলের সংখ্যাঃ ২টি;ঙ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ৫টি; চ) বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ৫টি; ছ) দাখিল/ ফোরকানিয়া মাদ্রাসার সংখ্যাঃ ৪০টি।
৪। যোগাযোগ ব্যবস্থাঃ
ক) মোট পাকা রাস্তার দৈর্ঘ্যঃ ১৩ কিলোমিটার; খ) ব্রীজের সংখ্যাঃ ০২টি; গ) কালর্ভাট এর সংখ্যাঃ ১৬টি
৫। স্বাস্থ্য ও চিকিৎসাঃ
ক) হাসপাতালের সংখ্যাঃ ০১টি; খ) ক্লিনিকের সংখ্যাঃ ০১টি ;গ) ঔষধের দোকানের সংখ্যাঃ ৫০টি
৬। পানি ও পয়ঃনিষ্কাশনঃ
ক) অগভীর নলকূপ ব্যবহারযোগ্যঃ ৫০০টি, অব্যবহার যোগ্যঃ ৫০টি
খ) গভীর নলকূপ ব্যবহাযোগ্যঃ ১৫০টি, অব্যবহারযোগ্যঃ ২৫টি
গ) স্বাস্থ্য সম্মত পায়খানা (সেনিটারী) ব্যবহারযোগ্যঃ ৩৮০০টি, অব্যবহারযোগ্যঃ ২০০টি
৭। হাট-বাজার
ক) মোট বাজারঃ ১টি
৮। ধর্মীয় উপাসনাগারঃ
ক) মোট মসজিদের সংখ্যা ঃ ২৮টি; খ) মন্দিরের সংখ্যাঃ ৪টি
৯। বাঁধঃ
ক) বাধের সংখ্যাঃ ২টি; খ) বাঁধের নামঃ ওয়াবদা বেঁড়িবাধ দৈর্ঘ্য ৬ কিলোমিটার
১০। অফিসঃ
ক) সরকারি অফিসের সংখ্যাঃ ২০টি
খ) এনজিও সংখ্যাঃ ৭টি
গ) ক্লাবের সংখ্যাঃ ১০টি
১১। আশ্রয় কেন্দ্রঃ
ক) মোট আশ্রয় কেন্দ্রের সংখ্যাঃ ১৫টি
১২। প্রাকৃতিক সম্পদঃ
ক) লবণ ;খ) মাছ
সুত্রঃ ২০০৯ এর ইউপি কর্তৃক জরীপ।
• ৬নং আলী আকবর ডেইল
কালের স্বাক্ষী বহনকারী বঙ্গোপসাগরের তীরে গড়ে উঠা কুতুবদিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো আলী আকবর ডেইল ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ আলী আকবর ডেইল ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৬নং আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১২.৭০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩১২৩৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ২৫ টি।
ঙ) মৌজার সংখ্যা – টি।
চ) হাট/বাজার সংখ্যা -৪টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/টেম্পু।
জ) শিক্ষার হার – ৭৩%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৭টি, বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি, উচ্চ বিদ্যালয়ঃ ২টি,মাদ্রাসা- ২টি।