University of Dhaka Signup Log in
Dwipshika(দ্বীপশিখা)
শিক্ষা
প্রগতি
বন্ধন
ইফতার মাহফিল

ইফতার মাহফিল ও আলোচনা সভা - ২০২৫

IMG

৮ মার্চ ২০২৫, দ্বীপশিখা (কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা) কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা ২০২৫ আজ গ্লোরিয়াস রেস্টুরেন্ট, কাটাবনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বীপশিখার বর্তমান সভাপতি মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক রাফসান বিন হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী সাদ্দাম হোসাইন (সহকারী প্রকৌশলী, রোডস এন্ড হাইওয়ে), প্রতিষ্ঠাকালীন সিনিয়র সদস্য ইয়াসির আরাফাত, সাবেক সভাপতি আখলাকুর রহমান গালিব, সাবেক সাধারণ সম্পাদক ফোরকান কুতুবী, সাবেক সভাপতি শওকত ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম সহ বর্তমান কমিটির একঝাঁক তরুণ শিক্ষার্থী।

অনুষ্ঠানে সিনিয়র সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ শেয়ার করেন। প্রকৌশলী সাদ্দাম হোসাইন স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব তুলে ধরে সদস্যদের বই পড়া এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কোর্স করার পরামর্শ দেন। সাবেক সভাপতি আখলাকুর রহমান গালিব তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শেয়ার করেন এবং নতুন সদস্যদের নিজস্ব উদ্যোগ নেওয়ার প্রতি উৎসাহিত করেন।

প্রতিষ্ঠাকালীন সিনিয়র সদস্য ইয়াসির আরাফাত সংগঠনের গঠনকালীন ইতিহাস ও অর্জন নিয়ে আলোচনা করেন এবং সদস্যদের সাংগঠনিক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সবশেষে সভাপতি তার সমাপনী আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।